1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

রোহিঙ্গাদের অনুপ্রবেশ: ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
রোহিঙ্গা নাগরিক আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ১৫ জানুয়ারি বিকাল নাগাদ এই ঘটনা ঘটে, যখন ওই রোহিঙ্গারা সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

উদ্ধারকৃতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক নারী এবং ৩০ জন শিশু রয়েছে, তবে পুরুষদের সংখ্যা শূন্য ছিল। ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা। তিনি জানান, রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে সাগর পাড়ি দিয়ে বাহারছড়ার নোয়াখালীয়া এলাকায় পৌঁছান। তারা দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিজিবির সহযোগিতা কামনা করা হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

এর আগে ৫ জানুয়ারি, টেকনাফের সাবরাং মুন্ডারডেইল ঘাট থেকে একটি ট্রলারে ৩৬ রোহিঙ্গা নারী ও শিশুকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি আটক করেছিল এবং পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, মিয়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, যা একটি চলমান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।

উদ্ধার হওয়া ৩৮ রোহিঙ্গা নাগরিক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অপেক্ষা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট