1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা

কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, কেউ যদি এ-সংক্রান্ত নির্দেশিকার ব্যত্যয় ঘটায়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী তাঁদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ অনুযায়ী পরিহারযোগ্য বিষয় পোস্ট করছেন। তাঁরা বিভিন্ন তথ্য শেয়ার করছেন এবং ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে বিব্রত করে এমন স্ট্যাটাস দিচ্ছেন, যা সরকারি চাকরিবিধি পরিপন্থী ও অগ্রহণযোগ্য।

এই ধরনের কর্মকাণ্ডকে প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের আচরণবিধি লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রে এটি জাতীয় নিরাপত্তার জন্য হানিকর হতে পারে এবং চাকরিবিধিমালা অনুযায়ী অসদাচরণের পর্যায়ে পড়ে।

১. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে।

২. নির্দেশিকা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিহারযোগ্য বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

৩. প্রত্যেকটি ব্যত্যয় নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা’, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা’ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে সংশ্লিষ্ট বিধি মেনে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জোরদার করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নির্দেশনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণে শৃঙ্খলা বজায় রাখতে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের নৈতিক ও পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট