1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ওষুধের ভ্যাট কমানো হবে, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমে

শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকার ওষুধের ওপর বাড়ানো ভ্যাট কমানোর চেষ্টা করবে এবং এ বিষয়ে আশাবাদী। নূরজাহান বেগম বলেন, “যে ভ্যাট বাড়ানো হয়েছিল, সেটি কমানো হবে বলে আশা করছি,” এবং আরও বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন আর্থিক সংকট ছিল। সেই সময়েই আমাদের নানা খাতের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হয়েছে।”

উল্লেখযোগ্যভাবে, তিনি অর্থ উপদেষ্টা বিষয়েও কথা বলেন এবং জানান, বর্তমান সরকারের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সারের সংকট এবং অর্থনৈতিক চাপের কারণে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল, তবে সামনের দিকে আরও ভালো কিছু হবে বলে তিনি আশাবাদী।

স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন সম্পর্কে তিনি বলেন, “এখনও জানি না কমিশন কী প্রস্তাব দেবে, তবে যতটুকু দেবে, স্বল্পমেয়াদি প্রস্তাবগুলোর দিকে গুরুত্ব দেওয়া হবে,” কারণ সময় সংকুলান নিয়ে নানা বাধা রয়েছে। একইসঙ্গে, স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। সিলেটের বিভিন্ন হাসপাতাল, যেমন জেলা হাসপাতালের উদাহরণ দিয়ে তিনি বলেন, “কিছু বিল্ডিং নির্মাণ করা হলেও, তা অপূর্ণ থাকে কারণ পর্যাপ্ত জনবল এবং যন্ত্রপাতির অভাব ছিল।”

তিনি আরও জানান, হাসপাতালগুলোতে জনবল সৃষ্টির সমস্যা রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক ডাক্তার বা নার্স তৈরি করতে সময় লাগবে। তবে, তিনি আশ্বস্ত করেন যে, সরকার এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জলাবদ্ধতার বিষয়েও মন্তব্য করেন তিনি। তিনি জানান, হাসপাতালের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ার বিষয়টি শুনেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টির সমাধানের জন্য প্রস্তাব দিতে বলেছেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট