1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নির্বাচনব্যবস্থা সংস্কারে দুর্নীতিবাজদের অংশগ্রহণ বন্ধে সুপারিশ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

নির্বাচনব্যবস্থা সংস্কারে দুর্নীতিবাজদের অংশগ্রহণ বন্ধে সুপারিশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধী বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়। এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। তিনি আজ শনিবার কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এক সেমিনারে এসব কথা বলেন।

বার্ডের ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে ‘এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন’ নিয়ে আলোচনা হয়। কুমিল্লা বাঁচাও মঞ্চ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিম।

বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্টরা যেন সংসদে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য আমরা প্রায় ১৫০টি সুপারিশ করেছি।’

নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এনআইডি ব্যবস্থার সংস্কার। বদিউল আলম জানান, ‘আমরা এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখার আইন বাতিলের সুপারিশ করেছিলাম। এরই মধ্যে এই নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এনআইডির নিয়ন্ত্রণ স্বাধীন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তাবও করেছি।’

গত তিনটি নির্বাচনের মধ্যে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন নিয়ে বিশেষ তদন্ত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। সেই নির্বাচনে জড়িতদের জবাবদিহির আওতায় আনার প্রস্তাবও দিয়েছেন তিনি।

স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার জন্য বাজেটের ৩০ শতাংশ তাদের হাতে দেওয়ার সুপারিশ করেছে কমিশন। তিনি বলেন, ‘স্থানীয় সরকার মানুষের দোরগোড়ায় কাজ করে, তাই তাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।’

রাষ্ট্রপতি নির্বাচনকে আরও বড় পরিসরে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বদিউল আলম মজুমদার জানান, ‘এক্ষেত্রে সংসদ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা উচিত।’

সেমিনারে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অধ্যাপক এম এম শরীফুল করীম, প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, আইনজীবী আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা।

বদিউল আলম মজুমদারের প্রস্তাবনায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ এবং নির্বাচনব্যবস্থা পুনর্গঠনে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট