1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

কাহারোলে কনকনে প্রচন্ড ঠান্ডায় কাহিল জন জীবন

দিনাজপুর (কাহারোল) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
শৈত্যপ্রবাহ/শীত

দিনাজপুরের কাহারোলে মাঘ মাসে প্রথম সপ্তাহ জুড়ে হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। প্রচন্ড ও হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন অন্যের বাড়িতে কাজ কর্ম করতে না পাড়ায় চরম অসুবিধার মুখে পড়েছেন তারা।

গত  কয়েকদিন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা। এর ফলে উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের সাধারণ মানুষজন ঘরের বাইরে কম বের হতে দেখা যাচ্ছে। আবার অনেকেই বাড়ি থেকে হাট-বাজার ও রাস্তাঘাটে বের হলেও সন্ধ্যা নামার সাথে সাথে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন শীত ও প্রচন্ড ঠান্ডার কারনে। এর ফলে সন্ধ্যার পর পর উপজেলার হাট-বাজার ও রাস্তার মোড়ে গড়ে ওঠা দোকানপাট গুলো জনশুন্য হয়ে পড়ে। এদিকে গতকাল বৃহস্পতিবার সারাদিন দেখা নেই সূর্যের মুখ, সারাদিনেই ছিল আকাশ মেঘাচ্ছন্নসহ ঠান্ডা হিমেল হাওয়া বয়ে চলছে এ উপজেলার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ায় অনেকেই শীত বা ঠান্ডা নিবারনের জন্য খড়-কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারন করার চেষ্টা করছেন। আবার কেউ কেউ নিজ বাড়িতে ঘরের মধ্যে কম্বল-কাথা ও চাদর মুড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকছেন। এদিকে উপজেলা রসুলপুর ইউনিয়নের বনড়া, তরলা ও পশ্চিম সাদীপুর গ্রামের কৃষক মোঃ সাদেকুল ইসলাম, হরে কৃষ্ণ রায়সহ অনেকেই জানান, অন্য বছরের চেয়ে এ বছর এই অঞ্চলে অত্যন্ত ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে আমরা কৃষকরা আমাদের জমিতে ঠিকমতো কাজ করতে পারছিনা। আর সঠিক সময়ে চাষাবাদের পরিচর্যা না করতে পারলে ফসল ভালো হবে না বলে তারা মন্তব্য করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট