1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

কাউখালীতে এনএসআই এর অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
নিষিদ্ধ পলিথিন জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানে সহযোগিতা করে পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাউখালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে পরিচালিত এই অভিযানে শাহাদাত স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক মোঃ শাহাদাত পলিথিন মজুদ রাখার দায় স্বীকার করায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দক্ষিণ বাজারের একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলেও এর কোনো মালিকানা চিহ্নিত না হওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জব্দকৃত পলিথিন পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রেরণ করা হবে। পরে তা ঢাকায় পাঠিয়ে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সুদীপ্ত দেবনাথ বলেন, “বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ মুক্ত রাখতে পলিথিন মজুদ, বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জরিমানা প্রদান করা হবে।”

পরিবেশ দূষণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিহার করতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট