1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর

কাউখালীতে এনএসআই এর অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
নিষিদ্ধ পলিথিন জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানে সহযোগিতা করে পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাউখালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে পরিচালিত এই অভিযানে শাহাদাত স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক মোঃ শাহাদাত পলিথিন মজুদ রাখার দায় স্বীকার করায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দক্ষিণ বাজারের একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলেও এর কোনো মালিকানা চিহ্নিত না হওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জব্দকৃত পলিথিন পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রেরণ করা হবে। পরে তা ঢাকায় পাঠিয়ে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সুদীপ্ত দেবনাথ বলেন, “বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ মুক্ত রাখতে পলিথিন মজুদ, বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জরিমানা প্রদান করা হবে।”

পরিবেশ দূষণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিহার করতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট