ফেব্রুয়ারি মাস থেকে জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।”
কবর জিয়ারত শেষে তিনি বলেন, “রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।”
এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ১৫০ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আন্দোলনে শহীদদের পরিবারের জন্য সরকার সব সময় সহায়তা প্রদান করবে, এটি সরকারের দৃঢ় অঙ্গীকার। শহীদদের পরিবারের প্রতি সরকারের এ সহায়তার হাত বাড়ানো, দেশপ্রেমের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে কাজ করবে।