দিনাজপুরের কাহারোলে মানবসেবামূলক সংগঠন হাইয়্যা আলাল ফালাহ ক্যান্সার আক্রান্ত এক রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া গ্রামের মোঃ আকবর আলীর স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। দরিদ্র আকবর আলী অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে না পেরে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনের সাহায্য প্রার্থনা করেন।
এ প্রেক্ষিতে হাইয়্যা আলাল ফালাহর প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলাম সরাসরি আকবর আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় প্রতিনিধি মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে আকবর আলী তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি গরিব মানুষ, স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই সহায়তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ যেন হাইয়্যা আলাল ফালাহর সবাইকে ভালো রাখেন।”
এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে এবং মানবতার সেবায় সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেছেন উপস্থিত ব্যক্তিরা।