ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো একটি চিঠিতে এ আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
চিঠিতে উরসুলা ভন ডার লেয়েন উল্লেখ করেছেন যে, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় পক্ষের মধ্যে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির মাধ্যমে সহযোগিতা বাড়ানো এবং নতুন দিক অন্বেষণ করা সম্ভব।
উরসুলা আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার জন্য তারা প্রস্তুত। এটি উভয় পক্ষের উন্নয়ন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই চিঠির মাধ্যমে উরসুলা ভন ডার লেয়েন বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্বের ক্ষেত্র তৈরি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।