1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের দাবি, স্বচ্ছ বিচার নিশ্চিতের জন্য রিট দাখিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
হাইকোর্টে

সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম লাইভ স্ট্রিমিং (সরাসরি সম্প্রচার) প্রবর্তন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীসহ ১০ জন আবেদনকারী এ রিট দায়ের করেন।

রিটের আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি নিতে পারে। আইনজীবী শিশির মনির আরও জানান, তথ্য জানার অধিকার আইনের অধীনে সুপ্রিম কোর্টে সরাসরি সম্প্রচার ব্যবস্থা চালু করা প্রয়োজন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ মামলার সরাসরি সম্প্রচার করা হয়, এবং সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছ বিচার পাওয়ার অধিকার জনগণের মৌলিক অধিকার। লাইভ স্ট্রিমিং চালু হলে বিচারিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে, যা এই রিটটির মূল যুক্তি।

রিটের প্রার্থনায় দেখা যায়, সংবিধানের ২৭, ৩১ এবং ৩৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম লাইভ স্ট্রিমিং প্রবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রুল চাওয়া হয়েছে। রুল হলে আদালতের কার্যধারা লাইভ স্ট্রিমিংয়ের জন্য নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠনের প্রার্থনা জানানো হয়েছে, যা বিচারাধীন অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করবে।

পাইলট প্রকল্প হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্বাচিত কিছু মামলার কার্যধারা লাইভ স্ট্রিমিংয়ে সহযোগিতা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

এ রিট আবেদনকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ শাহনেওয়াজ, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শহিদী, মো. রফিকুল সাব্বির এবং হাবিবুর রহমান আল হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট