1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ নারী দল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ নারী ফুটবল দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের তিন মাস পরও মাঠের বাইরে রয়েছেন সাবিনা খাতুন ও তাঁর সতীর্থরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এতদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। তবে আসন্ন ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে তারা। এ লক্ষ্যে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সাড়া মিলেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের সঙ্গে তাদের মাঠে দুটি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি, যা ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে। তবে দ্বিতীয় ম্যাচটি হবে ২ মার্চ, যা ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এটি আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে না। নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার এ বিষয়ে বলেন, “আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারি উইন্ডো অন্তত আমরা মিস করলাম না। প্রথম ম্যাচটি আন্তর্জাতিক হলেও দ্বিতীয়টি হবে না। তবে এটি আমাদের জন্য জুনে এশিয়া কাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে কাজে আসবে।”

কোভিডের পর থেকে নারী ফুটবলে আন্তর্জাতিক ফেডারেশনগুলোর আগ্রহ কমে গেছে বলে জানান তিনি। আগে যোগাযোগ করলে যেভাবে সাড়া পাওয়া যেত, এখন তা পাওয়া যাচ্ছে না।

নারী দলের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বাফুফে ভবনে ক্যাম্প শুরু হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে নতুন টার্ফ বসানোর কাজ চলমান থাকায় দলের অনুশীলন হচ্ছে বুয়েটের মাঠে। এদিকে, নারী দলের কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি আরও দুই বছর বাড়ানো হয়েছে।

ডিফেন্ডার মাসুরা পারভীনসহ দুই খেলোয়াড়ের ভুটানের লিগে খেলার প্রস্তাব রয়েছে। তবে বাফুফে আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ায় এবং প্রস্তুতি ক্যাম্পের কথা মাথায় রেখে এই মুহূর্তে কোনো খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়েছেন মাহফুজা আক্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট