
পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সদর উপজেলার কলাখালি ইউনিয়নের পুখুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পুখুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিআরডিবি এর সুযোগ্য উপ-পরিচালক মো: নাজমুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বয়সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হয়।
Like this:
Like Loading...
Related