1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

কুমিল্লায় ধাওয়া করতে গিয়ে পুলিশ কনস্টেবলের নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় চোর সন্দেহে আটক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন (৫৯) মৃত্যু বরণ করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি কলেজ সড়কে এই ঘটনা ঘটে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, মহিউদ্দিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে (স্ট্রোক) হয়েছে।

মহিউদ্দিন দেবীদ্বার থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন ইলিয়াস জানান, দেবীদ্বার উপজেলার বারুর এলাকায় গতকাল একটি চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজনকে চোর সন্দেহে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে রুবেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে, ফটকে অটোরিকশা থেকে নামানোর সময় রুবেল পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ কনস্টেবল মহিউদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে ধাওয়া করেন। মহিউদ্দিন হোঁচট খেয়ে পড়ে যান এবং দ্রুত তাঁকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, মহিউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) মো. শাহীন প্রথম আলোকে জানিয়েছেন, মহিউদ্দিন চাকরির বয়সের শেষ দিকে আসায় তাঁকে তার নিজ জেলায় পদায়ন করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, স্ট্রোকের কারণে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে। পালিয়ে যাওয়া রুবেল মিয়া এখনও ধরা পড়েনি এবং বিষয়টি তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট