1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

জুলাই বিপ্লবে আহত ইমাম হোসেনের পাশে পিরোজপুরের জেলা প্রশাসক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
আহত ইমাম হোসেনের পাশে পিরোজপুরের জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে শাহাবাগে আহত পিরোজপুরের নেছারাবাদের ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ আশরাফুল আলম খান।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ০৫টার দিকে নেছারাবাদ উপজেলা  নির্বাহী  কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।
ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদ কাঠি গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজে বের হলে  ঢাকা শাহবাগে ১১ জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হয়ে বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।
ইমাম হোসেন বলেন, ১১ জুলাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজের উদ্দেশ্যে বের হলে শাহবাগ চত্তরে পুলিশ আমার উপর লাঠিচার্জ করে, এতে আমার বাম হাত ভেঙে যায়। আমি ভারি কোন কাজ করতে পারি না বলে জেলা প্রশাসক মহোদয় আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার (ভূমি) মো: রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবের আহত ইমাম হোসেনকে কিছু মালামালসহ একটু দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের এ ধরনের সাহায্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট