1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নোয়াখালীর হাতিয়ায় আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামীর এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্ত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন নিমাই চন্দ্র মজুমদার (৭০) ও তাঁর স্ত্রী মিলন বালা মজুমদার (৬২)। তাঁরা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রান্নাঘরের চুলা থেকে বাড়িতে আগুন লাগে। এতে নিমাই চন্দ্র ও তাঁর স্ত্রী দগ্ধ হন। শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল পাঁচটায় কুমিল্লা এলাকায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। এরপর রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পৌঁছানোর পর মিলন বালা মারা যান।

হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জহির উদ্দিন চৌধুরী বলেন, নিমাই চন্দ্র স্থানীয় একটি বাজারে চায়ের দোকান চালাতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর স্ত্রী চুলায় রান্না গরম করছিলেন। পরে দুজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বসতঘর ও সংলগ্ন গোয়ালঘর পুড়ে যায়।

তিনি আরও বলেন, ‘আগুনে নিমাই চন্দ্র ও তাঁর স্ত্রী প্রায় ৮০ শতাংশ দগ্ধ হন। এছাড়া তাঁদের গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। ঘটনার সময় তাঁদের ছেলে ও পরিবারের অন্য সদস্যরা সুবর্ণচরে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।’

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাড়িতে আগুন লাগার এ ঘটনা তাঁদের জানানো হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট