ইরানে ব্যবসায়িক কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন তিন ভারতীয় নাগরিক। তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে এবং ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিন ভারতীয় নাগরিক নিখোঁজ হওয়ার বিষয়টি সরকার অবগত এবং তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইতোমধ্যে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এবং তেহরানে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ইরানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ভারত ইরান সরকারকে অনুরোধ করেছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং দ্রুত তাদের সন্ধান পাওয়া যায়। নিখোঁজ তিন ভারতীয় হলেন— যোগেশ পাঞ্চাল, মোহাম্মদ সাদিক, সুমিত সুদ।
২০২৪ সালের ডিসেম্বরে ইরানে যান যোগেশ পাঞ্চাল ও মোহাম্মদ সাদিক। ইরান সরকার সম্প্রতি ভারতীয় নাগরিকদের জন্য ১৫ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ চালু করেছিল। এই সুযোগ নিয়েই তারা ইরান সফর করেন। তেহরানে একটি হোটেলে উঠেছিলেন তারা, এরপর থেকেই নিখোঁজ।
অন্যদিকে, সুমিত সুদ চলতি বছরের জানুয়ারিতে ইরানে গিয়েছিলেন, তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতীয় দূতাবাস ইরান সরকারের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে এবং নিখোঁজদের সন্ধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। এ ঘটনায় নয়াদিল্লিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং পরিবারগুলো উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ ভারতীয়দের সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারত সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।