1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সোশ্যাল মিডিয়া ভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ভিসা পেলে কোনো স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই দেশটিতে ১০ বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন তারা।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, আমিরাত সরকার ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া খাতে কর্মরতদের জন্য দেশটিকে প্রধান গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায়। এজন্যই বিশ্বের বিভিন্ন দেশের ১০,০০০ কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে গোল্ডেন ভিসা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আমিরাত সরকার নির্দিষ্ট কিছু মানদণ্ড নির্ধারণ করেছে, যার ভিত্তিতে কনটেন্ট ক্রিয়েটরদের ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে, কনটেন্টের মধ্যে নতুনত্ব ও সমাজে প্রভাব ফেলার উপাদান থাকতে হবে। পুরস্কৃত হয়েছেন বা উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছেন এমন ক্রিয়েটররা অগ্রাধিকার পাবেন। কনটেন্টের মাধ্যমে আমিরাতের ডিজিটাল ব্যবহারকারীরা উপকৃত হচ্ছেন—এমন প্রমাণ থাকা জরুরি।

ভিসার জন্য আগ্রহী কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের Creators HQ নামের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে নিজের ই-মেইল ঠিকানা জমা দিতে হবে। Creators HQ টিম আবেদন যাচাই-বাছাই করবে। যোগ্য প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে ভিসার প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে। নির্বাচিত প্রার্থীরা পরবর্তী ধাপে ভিসার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এই উদ্যোগের মাধ্যমে আমিরাত সরকার বিশ্বের শীর্ষ ডিজিটাল ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের আকৃষ্ট করতে চায়। এতে দেশটির ডিজিটাল ইকোসিস্টেম আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আমিরাত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে

সংযুক্ত আরব আমিরাত সৃজনশীল ও স্বীকৃত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা চালু করেছে। আগ্রহীরা Creators HQ ওয়েবসাইটে আবেদন করে সুযোগ নিতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট