1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জাতিসংঘের সহকারী মহাসচিব কির্স্টিন ড্যামকজার দুই দিনের সরকারি সফর ঢাকা সফর - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

জাতিসংঘের সহকারী মহাসচিব কির্স্টিন ড্যামকজার দুই দিনের সরকারি সফর ঢাকা সফর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
জাতিসংঘের সহকারী মহাসচিব কির্স্টিন ড্যামকজা

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজা দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরকালে তিনি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও সুসংহত করার লক্ষ্যে আলোচনা করবেন।

কির্স্টিন ড্যামকজার এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা এবং নতুন সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। ইউএনওপিএস ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই অবকাঠামো খাতে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে। এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে কির্স্টিন ড্যামকজা ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (NIDCH) পরিদর্শন করবেন। এটি গ্লোবাল ফান্ডের অর্থায়নে পরিচালিত PSA অক্সিজেন প্ল্যান্ট প্রকল্পের আওতাভুক্ত ২৯টি হাসপাতালের একটি, যা ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রাম এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড-ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS)-এর সহযোগিতায় UNOPS বাস্তবায়ন করছে।

এই উদ্যোগটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (DGHS)-এর সঙ্গে কির্স্টিন ড্যামকজার সাক্ষাৎ করারও কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য, জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতে UNOPS-এর ভূমিকা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকগুলো থেকে আসা সিদ্ধান্তগুলোর মাধ্যমে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে UNOPS এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

জাতিসংঘের সহকারী মহাসচিব কির্স্টিন ড্যামকজার এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। UNOPS-এর বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং নতুন অংশীদারিত্বের সুযোগ চিহ্নিত করার মাধ্যমে এই সফর স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট