1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ

দুই বোনের পেট থেকে বের হলো ৪ হাজার ইয়াবা, তিনজন আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইয়াবা বহন করে ঢাকায় পাচারের সময় দুই নারীকে আটক

কক্সবাজার বিমানবন্দরে পেটে ইয়াবা বহন করে ঢাকায় পাচারের সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই নারী সম্পর্কে আপন বোন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় আরও একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন (৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)। দুই বোন পেটে করে দুই হাজার করে মোট ৪ হাজার ইয়াবা বহন করছিলেন বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল ইয়াবা বহনের তথ্য পায়। অভিযানের সময় আকতার হোসেন প্রথমেই ঢাকার উদ্দেশ্যে একটি ফ্লাইটে রওনা দেন। কৌশলগত কারণে তাকে তখন আটক না করে দুই বোনকে বিমানবন্দরে চিহ্নিত করে আটক করা হয়।

পরে তাদের সন্দেহভাজন হিসেবে একটি প্যাথলজি সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়, যেখানে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৫টা পর্যন্ত ৪ হাজার পিস ইয়াবা বের করা হয়।

আটক দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দরে আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি দল অভিযান চালিয়ে আটক করে।

এ কে এম দিদারুল আলম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জানিয়েছেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার থেকে মাদকের প্রবাহ বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা চোরাচালানের নতুন কৌশলগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট