1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সানাউল্লাহকে দোকানঘর উপহার দিলেন জেলা প্রশাসক - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সানাউল্লাহকে দোকানঘর উপহার দিলেন জেলা প্রশাসক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সানাউল্লাহকে দোকানঘর উপহার দিলেন জেলা প্রশাসক

পিরোজপুরের জিয়ানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবক সানাউল্লাহ (২০) কে জমিসহ একটি দোকানঘর উপহার দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে সানাউল্লাহর হাতে জমিসহ দোকানঘর হস্তান্তর করা হয়। এ সময় সানাউল্লাহর নতুন দোকানে প্রয়োজনীয় মালামালও প্রদান করা হয়।

সানাউল্লাহ জিয়ানগর উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ০৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সেখানে ডান হাতে গুলিবিদ্ধ হন। আহত হওয়ার পর দুই দফা অস্ত্রোপচার করা হলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে জিয়ানগর উপজেলার চাড়াখালী আদর্শ গ্রামের সামনের সড়কের পাশে সানাউল্লাহর নামে এক খণ্ড জমি বরাদ্দ দেওয়া হয়। সেই জমিতে একটি দোকানঘর নির্মাণ করে মালামালসহ সেটি তার হাতে তুলে দেওয়া হয়।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

সানাউল্লাহ ও তার পরিবার জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন। তিনি বলেন, “এই দোকান আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। আমি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”

পিরোজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ সমাজে মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট