1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রাতে বিশ্বরেকর্ড গড়ে বিশ্রামের সুযোগ না পেয়ে সকালেই স্কুলে হাজির - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব

রাতে বিশ্বরেকর্ড গড়ে বিশ্রামের সুযোগ না পেয়ে সকালেই স্কুলে হাজির

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান
আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান

ইউরোপিয়ান প্রতিযোগিতার তৃতীয় স্তরের লিগ উয়েফা কনফারেনস লিগে নতুন ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় গোল করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তবে অবাক করা বিষয়, বিশ্বরেকর্ড গড়ার পরদিন সকালেই স্কুলে হাজির হতে হয়েছে নুনানকে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা কনফারেনস লিগ প্লে-অফের প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব মোলদের বিপক্ষে খেলতে নামে আইরিশ ক্লাব শার্মক রোভার্স। ম্যাচের ৫৭ মিনিটে দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন নুনান। মাত্র ১৬ বছর ১৯৭ দিনে কনফারেনস লিগে গোল করে নতুন রেকর্ড গড়েন তিনি। নুনানের এই গোলেই ১-০ ব্যবধানে জয় পায় শার্মক রোভার্স।

ম্যাচ শেষে কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তরুণ এই আইরিশ ফুটবলার। রাতেই ডাবলিনে ফিরে পরদিন সকালে স্কুলে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নুনানের মা স্যান্ডি নুনান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবং ফিরে এসেই সে আবার স্কুলে যাচ্ছে…।’

নুনানের আগে এই রেকর্ডটি ছিল স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের দখলে। হার্ট অব মিডলোথিয়ানের হয়ে গত ডিসেম্বরে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে গোল করেছিলেন উইলসন, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৮৮ দিন।

তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন নুনান। এখনও এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ঘানার সাবেক মিডফিল্ডার নিল ল্যাম্পতে। ১৯৯১ সালে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) অ্যান্ডারলেখটের হয়ে রোমার বিপক্ষে গোল করেছিলেন ল্যাম্পতে। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর ১০০ দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট