1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তিস্তা নদীতে পানি বৃদ্ধি: আশঙ্কায় কৃষক, অবস্থান কর্মসূচির ঘোষণা - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

তিস্তা নদীতে পানি বৃদ্ধি: আশঙ্কায় কৃষক, অবস্থান কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
তিস্তা ব্যারাজ

খরা মৌসুমেও হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে, ফলে নিমিষেই জেগে থাকা বালুচর তলিয়ে যাচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে, যা সন্ধ্যা ৬টায় ৫০.১০ সেন্টিমিটার রেকর্ড করা হয় (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)।

পানির প্রবাহ বাড়ায় তিস্তা ব্যারাজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৭-১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পাড়ের মানুষ।

পানি বৃদ্ধির ফলে তিস্তা পাড়ের কৃষকরা ব্যাপক আশঙ্কায় রয়েছেন, কারণ জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল-বাদামসহ অন্যান্য ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, পানি বাড়লেও ১৭-১৮ ফেব্রুয়ারি নির্ধারিত কর্মসূচি অব্যাহত থাকবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম জানিয়েছেন, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে, তবে কী পরিমাণ পানি আসবে, তা বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট