1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
দুর্নীতি সমূলে বিনষ্ট না করলে দেশের অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

দুর্নীতি সমূলে বিনষ্ট না করলে দেশের অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না।” তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সকল স্তরের সহযোগিতার প্রয়োজন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সব লেভেল থেকে দুর্নীতি কমিয়ে আনতে হবে, এজন্য ডিসিদের সহযোগিতা চেয়েছি।” তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আশাবাদী। “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, আরও উন্নতি আশা করছি,” বলেন তিনি।

এছাড়া, সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর কথা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট