1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

কুয়েটে সংঘর্ষ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ, বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এ ঘটনার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ‘তারুণ্যের উৎসবে’ বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে সদিচ্ছা দেখিয়েছে। তবে সুষ্ঠু রাজনীতি নিশ্চিত করতে ট্রুথ কমিশনের মাধ্যমে পরবর্তী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, “আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তাদের আগে বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।”

নতুন বাংলাদেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, “একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

কুয়েটে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার ইস্যুতে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে, যেখানে অন্তত ২০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন দেখার বিষয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত দ্রুত ব্যবস্থা নেয় এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কীভাবে এগিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট