পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামের গাজীরহাট এলাকায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ০২টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ০১টি বসত ঘর রক্ষা পেয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আব্দুর রহমান মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বরের বসত ঘরে প্রথমে আগুন দেখা যায়। তাঁদের চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আগুনের তীব্রতা বাড়তে থাকলে তা ছড়িয়ে পড়ে এবং আব্দুর রহিম মাতুব্বরের ঘর থেকে মুরাদ মোল্লার ছেলে জাকির মোল্লার ঘরে লেগে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ০২টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ৩য় ঘরটি রক্ষা করা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে এলাকাবাসী জানিয়েছেন।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, চন্ডিপুরের উত্তর কলারন গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা শুনে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় একটি ঘর রক্ষা পেলেও ০২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।