1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
চিতলমারীতে যুবলীগ নেতা আলমগীর খানের পদত্যাগ, পীযূষ বাহিনীর নির্যাতনের অভিযোগ - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

চিতলমারীতে যুবলীগ নেতা আলমগীর খানের পদত্যাগ, পীযূষ বাহিনীর নির্যাতনের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
পীযূষ বাহিনীর নির্যাতনের অভিযোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী মো. আলমগীর খান (৬০) যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আলমগীর খান জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগে তিনি কোনোদিন মন থেকে কাজ করেননি। শুধুমাত্র চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও তার বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ২০২২ সালে যুবলীগে যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, “পীযূষ কান্তি রায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। তার ইশারায় সবকিছু চলত। তিনি উপজেলায় একটি সিন্ডিকেট বাহিনী গড়ে তোলেন। সেই বাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে আমি যুবলীগে যোগ দিয়েছিলাম। কিন্তু আমি আজ থেকে যুবলীগের পদ থেকে পদত্যাগ করলাম এবং ভবিষ্যতে আর আওয়ামী লীগের কোনো সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব না।”

আলমগীর খান অভিযোগ করে বলেন, আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার ছোট ছেলে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে পীযূষ কান্তি রায় তাদের ওপর চাপ সৃষ্টি করে আওয়ামী লীগে যোগ দিতে বলেন। রাজি না হওয়ায় তার ছোট ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং পরিবারটির ওপর পুলিশের নির্যাতন শুরু হয়।

পরিস্থিতির চাপে পড়ে যুবলীগে যোগ দিলেও এখন আর তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না।

সংবাদ সম্মেলনে আলমগীর খান বলেন, “আমি চাই, ভবিষ্যতে যেন পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। এজন্য আমি গ্রামবাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আবু জাফর মোল্লা, মো. শহীদুল ইসলাম, আবু সাইদ হাওলাদার ও মিজান বাওয়ালী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট