1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নতুন রাজনৈতিক দল আসছে বুধবার, নেতৃত্বে তরুণরা - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯

নতুন রাজনৈতিক দল আসছে বুধবার, নেতৃত্বে তরুণরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
উপদেষ্টা নাহিদ ইসলাম

আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে গঠিত এই দলটি তরুণদের নিয়ে গড়ে উঠছে। দলটির আত্মপ্রকাশ উপলক্ষে এক লাখ লোকের সমাগম ঘটানোর পরিকল্পনা করা হয়েছে এবং সে লক্ষ্যে একাধিক প্রস্তুতি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রস্তুতির পৃথক কমিটি।

আত্মপ্রকাশের আগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন চালিয়েছে নাগরিক কমিটি, যেখানে সাড়ে তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। সংগৃহীত মতামত যাচাই-বাছাই করে রাজনৈতিক দলটির লক্ষ্য ও গঠনতন্ত্র চূড়ান্ত করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, তারা শৃঙ্খলা ও গঠনতন্ত্র প্রণয়নসহ বিভিন্ন দিক বিবেচনা করে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন।

দলের আত্মপ্রকাশের সময় চূড়ান্ত হলেও এখনো সাংগঠনিক কাঠামো এবং শীর্ষ পদগুলো চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম চূড়ান্ত হয়েছেন এবং সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। তবে কে কোন পদে থাকবেন, তা নিয়ে এখনো আলোচনা চলছে এবং এই বিরোধ মেটাতে সব পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন ছাত্র সংগঠন গঠনের পরিকল্পনা করছে, যা খুব শিগগিরই ঘোষণা হতে পারে। সম্ভাব্য নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক রশিদুল ইসলাম রিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের এবং সদস্য সচিব মহির আলম। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আলোচনায় আছেন সানজানা আফিফা অদিতি, রাফিয়া রেহনুমা হৃদি ও হাসিব আল ইসলাম।

এই নতুন রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চায়। সংগঠনটির নেতৃত্ব চূড়ান্ত করার পর তারা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট