স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে গত রাত থেকে যৌথ অভিযান শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে তাকে আইনের আওতায় আনা হবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের যেই হোক না কেন।”
পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনার সঠিক বিচার নিশ্চিতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ বিষয়ে কাজ করছে।”
জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিবরা। এরপর তিন বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহীদ পরিবারের ছয় সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।