
পিরোজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সার্কিট হাউস চত্বরের সামনে ঘুরে এসে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ নুরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার,পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক, পিরোজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন ও জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি, কোন ধরনের দুর্নীতির সাথে আমি জড়িত নই এবং কোন দুর্নীতিকে আমি আশ্রায় প্রশ্রয় দিবো না। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গ্রহণ করে সকলকে দুর্নীতিমুক্ত থাকার নির্দেশ দেন। শহরের ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভাকে নির্দেশ প্রদান এবং অবৈধভাবে খাল, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া যেসব এলাকায় গভীর নলকুপ বসানো সম্ভব নয়, সেসব এলাকায় সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত সরকারি,বিভিন্ন বেসরকারি কর্মকর্তা বৃন্দ, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপস্থিত সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
Like this:
Like Loading...
Related