1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানগণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানগণ

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানরা সোমবার (৩ মার্চ) পিরোজপুর আসেন। সকাল ১০টায় তারা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তারা সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।

এ সফরে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার, লেখক ও গবেষক মুফতি কাজী ইব্রাহীম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিব মোমেন, শহীদ সৈয়দ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র লেখক আলী আহম্মদ মোহাম্মদ মাবরুর, শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিকের পুত্র ও অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট গাজী তামিম। এছাড়াও সাঈদী পুত্র মাসুদ সাঈদী ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন শেষে আগত অতিথিরা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন। সেখানে মহান রবের দরবারে দোয়া করা হয় এবং তার রুহের শান্তি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যারিস্টার নাজিব মোমেন।

দোয়া মোনাজাতের পর অতিথিরা সাঈদী ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং আল্লামা সাঈদীর জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ আলোচনা সভায় তার ইসলামী দাওয়াত, সামাজিক ও দাতব্য কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।

এই সফরের মাধ্যমে আল্লামা সাঈদীর অবদান ও শিক্ষা তুলে ধরা হয় এবং তার আদর্শকে সামনে রেখে সাঈদী ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট