1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঠবাড়িয়ার ০২ সহোদর প্রতারক সৌদি আরবের শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাওা - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

মঠবাড়িয়ার ০২ সহোদর প্রতারক সৌদি আরবের শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাওা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
সৌদি আরবের শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাওা
সৌদি আরবের ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা ও তাদের জমানো ৬৫ লাখ টাকা সর্বমোট এক কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার জহির ও রফিক নামে আপন ০২ সহোদর প্রতারক।
মঙ্গলবার (০৪মার্চ) বিকেলে মঠবাড়িয়া প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগীদের নিকটাত্মীয় ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের সুখরঞ্জন দাসের ছেলে সাগর দাস।
সাগর দাস লিখিত বক্তব্যে বলেন, বাবুল দাস ও অধীর দাস নামে তার ০২ কাকা দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সর্দারের কাজ করে আসছিলেন। সেই সুবাদে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার জহির ও রফিক নামে আপন ০২ সহোদরের সাথে ঘনিষ্ট ভাবে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
 বাবুল দাসের সাথে জহির ও রফিক নামে ০২ প্রতারক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব দিলে দেশী লোক হিসেবে সুবিধার জন্য আমার কাকারা তাদের প্রস্তাব মেনে নেন।
কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও চলতি বছরের ২০ফেব্রুয়ারি ৬৫ জন শ্রমিকের বেতনের  বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমার ছোট কাকা অধির দাস প্রতারক জহির ও রফিকের হাতে তুলে দেন এবং তাদের কাছে আমার ০২ কাকা আমানত হিসেবে ৬৫ লাখ টাকা রেখেছিলেন। সর্বমোট ০১ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে তারা আত্মগোপনে যায়। বর্তমানে আমার ০২ কাকা সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের টাকা দিতে না পারার কারণে  মারাত্মক চাপে ও অসুবিধার মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী দের নিকটাত্মীয় লিটন দাস ও হৃদয় দাস। অভিযুক্ত প্রতারকরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট