1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ, রাষ্ট্রীয় কোষাগারে জমা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ

নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই নির্দেশ দেন। সিংড়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ এ বিষয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক বিষয়টি পর্যালোচনা করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার নাটোরের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে আটকে দেওয়া হয়।

তল্লাশির সময় গাড়ির পেছনে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। এলজিইডি প্রকৌশলী ছাবিউল ইসলাম এই টাকা জমি বিক্রির বলে দাবি করলেও তিনি কোনো প্রামাণ্য দলিল দেখাতে পারেননি। ফলে পুলিশ টাকা, গাড়ি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হেফাজতে নেয়।

পরে শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের জন্য যে কোনো সময় হাজির থাকার শর্তে প্রকৌশলী ছাবিউল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। তবে এখনো প্রকৌশলীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের হয়নি।

স্থানীয়দের দাবি, প্রকৌশলীর গাড়ি থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট