1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ, রাষ্ট্রীয় কোষাগারে জমা - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন

এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ, রাষ্ট্রীয় কোষাগারে জমা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ

নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই নির্দেশ দেন। সিংড়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ এ বিষয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক বিষয়টি পর্যালোচনা করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার নাটোরের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে আটকে দেওয়া হয়।

তল্লাশির সময় গাড়ির পেছনে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। এলজিইডি প্রকৌশলী ছাবিউল ইসলাম এই টাকা জমি বিক্রির বলে দাবি করলেও তিনি কোনো প্রামাণ্য দলিল দেখাতে পারেননি। ফলে পুলিশ টাকা, গাড়ি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হেফাজতে নেয়।

পরে শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের জন্য যে কোনো সময় হাজির থাকার শর্তে প্রকৌশলী ছাবিউল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। তবে এখনো প্রকৌশলীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের হয়নি।

স্থানীয়দের দাবি, প্রকৌশলীর গাড়ি থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট