1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

প্রবাসীদের করমুক্ত সুবিধার সুযোগ নিয়ে ৭৩০ কোটি টাকা দেশে আনার অভিযোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, একজন করদাতা প্রবাসীদের জন্য প্রদান করা করমুক্ত সুবিধা ব্যবহার করে বাংলাদেশে ৭৩০ কোটি টাকা রেমিট্যান্সের নামে এনে কর ফাঁকি দিয়েছেন। তিনি বলেন, এটি একটি বড় সমস্যা যা রোধ করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য প্রকাশ করেন। তবে, ওই ব্যক্তির নাম প্রকাশ করতে না চেয়ে তিনি বলেন, “অ্যাকশনগুলো নিতে হবে, পরে নাম জানানো হবে।”

চেয়ারম্যান আরও বলেন, প্রবাসী কর্মীদের উৎসাহিত করার জন্য সরকারের উদ্দেশ্য ছিল তাদের উপার্জিত আয় দেশে পাঠানোর মাধ্যমে বাংলাদেশে রিজার্ভে অবদান রাখা। এজন্য প্রবাসী কর্মীদের আয়কে ট্যাক্স ফ্রি রাখা হয়েছিল। কিন্তু এই সুযোগের অপব্যবহার করে একজন ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে নিয়ে এসে ট্যাক্স ফাঁকি দিয়েছেন।

এদিকে, তিনি করদাতাদের ট্যাক্স রিটার্ন দেয়ার বিষয়েও কথা বলেন এবং উল্লেখ করেন যে, “ট্যাক্স রিটার্ন না দিলে কোনো ঝামেলা নেই, কিন্তু যারা রিটার্ন দেয় তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। ১ কোটি ১৩ লাখ টিআইএনধারীর মধ্যে ৪০ লাখ রিটার্ন দেয়, বাকি ৮০ লাখ রিটার্ন দেয় না। এর ফলে যারা রিটার্ন দিচ্ছে, তাদের প্রশ্ন করা উচিত, ‘আপনি কেন রিটার্ন দেন?'”

এনবিআর চেয়ারম্যানের মতে, দেশে করপাচারের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং তা নিশ্চিত করতে আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনও ব্যত্যয় না ঘটানোর প্রতি গুরুত্ব দেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট