1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সরাইলে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার, জরিমানা বাবুল চন্দ্র সাহাকে - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

সরাইলে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার, জরিমানা বাবুল চন্দ্র সাহাকে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ভুয়া ডাক্তার বাবুল চন্দ্র সাহা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার, ১৭ মার্চ, বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে বাবুল চন্দ্র সাহা নামের ওই ব্যক্তিকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। অভিযানে সহায়তা করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।

ডা. কামরুল হাসান জানান, চিকিৎসা প্রদানের জন্য আইন অনুযায়ী একজন ব্যক্তি এমবিবিএস বা বিডিএস পাশ না করে ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। তবে, বাবুল চন্দ্র সাহা তার বাসায় একটি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদবী ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

অভিযানের সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়, যা আইনবহির্ভূত। এই কারণে ভ্রাম্যমাণ আদালত বাবুল চন্দ্র সাহাকে জরিমানা করে এবং তাকে সতর্ক করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান, বাবুল চন্দ্র সাহাকে অননুমোদিত ডাক্তার পদবী ব্যবহার করার জন্য পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয় যে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট