1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৮ জন, হামাস-ইসরায়েল উত্তেজনা তীব্র

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৮ জন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (১৮ মার্চ) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৮ জনে পৌঁছেছে, যা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে।

হামলার শুরুর দিকে আল জাজিরা নিহতের সংখ্যা ৩০ জন বলে জানায়। তবে এক ঘণ্টার মধ্যে বার্তাসংস্থা রয়টার্সের মাধ্যমে নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছানোর খবর নিশ্চিত হয়। পরে হামাসের পক্ষ থেকে জানানো হয়, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। পরে, মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার হামলায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে এবং আহতদের সংখ্যা আরও অনেক বেশি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় হামাসের অনেক সিনিয়র নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হয়েছে গাজার কেন্দ্রীয় তিনটি বাড়ি। এছাড়া, রাফাহ এবং খান ইউনিসেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ মঙ্গলবার সকালে হামলার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে, জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের একদিন আগে, ১৯ জানুয়ারি, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হামাস ও ইসরায়েলের আলোচনা ব্যর্থ হওয়ার পরই ইসরায়েল গাজায় অতর্কিত হামলা শুরু করে।

এদিকে, গত ১৫ মাসের যুদ্ধের ফলে গাজায় অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া, লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়ে মানবিক সংকটে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট