1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটো রিক্সা চালককে হত্যা - RT BD NEWS
শনিবার, ১৭ মে ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটো রিক্সা চালককে হত্যা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটো রিক্সা চালককে হত্যা
হাতুড়ি দিয়ে পিটিয়ে সাব্বির শিকদার (২৫) নামে এক অটো রিক্সা চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাব্বির শিকদারের লাশ রক্তাক্ত অবস্থায় ওদনকাঠি গ্রামের নির্জন ইটের রাস্তার পাশ দিয়ে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 বৃহস্পতিবার (২০মার্চ) গভীর রাতে সাব্বিরের বাড়ি থেকে প্রায় ০২কিলোমিটার দূরে নির্জন ইটের রাস্তার পাশে তার লাশটি পড়ে থাকতে দেখা যায়। নিহত সাব্বির  শিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি  গ্রামের হারুন শিকদারের ছেলে। সাব্বিরের ০৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে লাশটি পরে থাকতে দেখে সদর থানায় খবর দেয়। সদর থানা পুলিশ,পিবিআই ও সিআইডি পুলিশ টিম দুপুরে ঘটনা স্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।
নিহতের পিতা হারুন শিকদার জানান,বৃহস্পতিবার বিকেলে সাব্বির নিজের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে,মোবাইলে বারবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে সনাক্ত করা হয়,তবে ঘটনাস্থল থেকে তার অটো রিক্সাটি পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,সাব্বির মাদকাশক্ত ছিল,সে নিয়মিত নেশা করতো। কোন চোরাইচক্র তার অটো রিক্সা ছিনিয়ে নেয়ার জন্য মেরে ফেলতে পারে অথবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে ও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মোঃ মুকিত হাসান খান জানান, সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের একটি নির্জন ইটের রাস্তার পাশ থেকে সাব্বির শিকদার নামে এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করা যায়নি,তবে প্রকৃত কারণ উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট