1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সারজিস আলমের আহ্বান: দল নয়, যোগ্যতার ভিত্তিতে ভোট দিন - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

সারজিস আলমের আহ্বান: দল নয়, যোগ্যতার ভিত্তিতে ভোট দিন

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোনো দল বা প্রতীক দেখে নয়, বরং কাজ ও যোগ্যতার ভিত্তিতে ভোট দিন। তিনি বলেন, “কোনো ব্যক্তি কেমন, কে কেমন কাজ করছেন, কার কথার সঙ্গে কাজের মিল আছে—এসব দেখে ভোট দিন।”

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা শুধু কথা দিয়ে নিজেদের উপস্থাপন করতে চাই না, আমরা কাজ করে দেখাতে চাই। তরুণ প্রজন্মের হাত ধরে যে নতুন বাংলাদেশ আসছে, সেখানে কোনো দলের নাম বা প্রতীক দেখে ভোট নয়, বরং কাজ দেখে ভোট দিন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্পর্কে কড়া সমালোচনা করে সারজিস আলম বলেন, “গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন কায়েম করে দেড় থেকে দুই হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অবশেষে তাকে দেশ ছাড়তে হয়েছে।”

তিনি আরও জানান, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, “আমি উত্তরাঞ্চলের ৩২টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। পঞ্চগড়ের সন্তান হিসেবে আপনাদের সহযোগিতা চাই।”

সারজিস আলম বলেন, “আমরা প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠনের কার্যক্রম শুরু করেছি। খুব শিগগিরই আমরা আপনাদের দ্বারে দ্বারে যাব। আমাদের কাজ ও প্রতিশ্রুতি দেখে ভোট দিন।”

দেবীগঞ্জের স্থানীয় ভাষায় তিনি বলেন, “হামার দেবীগঞ্জের লোকজনের সঙ্গে খুব দ্রুত দেখা হবে, প্রতিটি গ্রাম, ইউনিয়ন, রাস্তায় আমরা যাব। দল বা মার্কা দেখে নয়, আমাদের কাজ দেখে ভোট দেবেন।”

সারজিস আলম বলেন, “এতদিন সাধারণ মানুষকে নেতারা শুধু ভোটের জন্য ব্যবহার করেছেন। নির্বাচনের আগে কিছু টাকা দিয়ে ভোট কিনে নেন, পরে সেই নেতারা জনগণের কাছ থেকে সুদে-আসলে সেই টাকা উসুল করেন। নতুন বাংলাদেশে এই সংস্কৃতি চলতে দেওয়া যাবে না।”

তিনি জনগণকে সতর্ক করে বলেন, “যদি পাঁচ বছরে এক দিন কোনো প্রার্থী আপনাকে টাকা দেয়, তাহলে বাকি সময় সে আপনার রক্ত চুষে খাবে। তাই এখন থেকে যোগ্য প্রার্থীকে বেছে নিন।”

এর আগে সারজিস আলম ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। দেবীগঞ্জের ফার্মগেট মোড়ে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে তাকে স্বাগত জানান। এরপর বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দেন। পরে শতাধিক গাড়িবহর নিয়ে বোদা উপজেলার দিকে রওনা দেন।

তিনি পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় পথসভা করবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট