বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা সাঈদীর মেজো পুত্র শামীম সাঈদী বলেছেন, “যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, তারা পৃথিবীর কোনো বিপদকে ভয় পায় না। ইসলামের বিজয় সংখ্যা দিয়ে নয়, বরং আল্লাহর সাহায্যের মাধ্যমে হয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম সাঈদী আরও বলেন, “সারাদেশে বিশ্ববিদ্যালয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের কারণ হলো – এই ছাত্ররা আল্লাহর প্রতি বিশ্বাসী, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও শিক্ষার্থী বান্ধব ছিল। তারা শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করেছে বলেই শিক্ষার্থীরা তাদেরকে বিপুল ভোটে বিজয়ী করেছে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয় রাখবে। মনে রাখতে হবে, আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাস থাকলে বদরের মতো বিজয় আসবে, ইনশাআল্লাহ।”
সভায় ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম খান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন আমির টি.এম. রেজাউল করিমসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ইসলামী মূল্যবোধে পরিচালিত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শিক নেতৃত্বের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পরিবর্তনের আহ্বান জানান।