1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে সচেতনতা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে পিরোজপুরে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের ওপর সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা AMR প্রতিরোধে সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার, চিকিৎসকের পরামর্শ অনুসরণ ও স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে “এখনই কাজ করুন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের উপর সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সকল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সদস্যদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা হয়। পিরোজপুর জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রাহুল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. হারুন আর রশিদ। আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, ইন্দুরকানি উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক কামরুল আহসান (সোহাগ) এবং জেলার বিভিন্ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, এবারের স্লোগানটি শুধু একটি আহ্বান নয়; বরং একটি জরুরি বার্তা—যেখানে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের পাশাপাশি জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোধে সবার সহযোগিতা প্রয়োজন। অযথা অ্যান্টিবায়োটিক সেবন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ এবং অস্বাস্থ্যকর জীবনযাপন AMR–এর বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বক্তারা আরও বলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকায় সাধারণ সংক্রমণও চিকিৎসায় কঠিন হয়ে যাচ্ছে। টাইফয়েড, টিবিসহ পূর্বে সহজে নিরাময়যোগ্য রোগ এখন অধিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক ছাড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর ফলে শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, খাদ্য নিরাপত্তা ও পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। বক্তারা সবাইকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান।

স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক তথ্যের প্রচার এবং দায়িত্বশীল ওষুধ সরবরাহের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট