1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে চলছে ইলিশ শিকার নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পিরোজপুর-১ গড়ার অঙ্গীকার মাসুদ সাঈদীর ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রতারণার অভিযোগে অভিযুক্ত শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে দলের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো। মেসি মাঠে না থাকলেও দারুণ খেলেছে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার (১১ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। দলের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো।

এই ম্যাচে দলের তারকা লিওনেল মেসি মাঠে নামেননি; তিনি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। আরেক ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো চোটের কারণে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই দল থেকে ছিটকে যান। তবে তাদের অনুপস্থিতিতেও আর্জেন্টিনা নিয়ন্ত্রণে রাখে পুরো ম্যাচ।

কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগেই জানিয়েছিলেন, তিনি এই ম্যাচে অনিয়মিত খেলোয়াড়দের সুযোগ দেবেন। সেই অনুযায়ী দল সাজিয়ে মাঠে নামেন তিনি। আগের মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, তাই এই ম্যাচটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পান লাউতারো মার্তিনেস, কিন্তু তার শট রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক জোসে কনত্রেরাস। এরপর ১৭তম মিনিটে নিকো পাস দূর থেকে দারুণ এক শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে।

৩১তম মিনিটে পাল্টা আক্রমণে এক সুবর্ণ সুযোগ পায় ভেনেজুয়েলা, কিন্তু আলেহান্দ্রো মার্কেস ফাঁকা গোলমুখে বল পাঠাতে ব্যর্থ হন। এর ঠিক পরেই আর্জেন্টিনা দ্রুত পাল্টা আক্রমণ গড়ে তুলে গোল পায়। লাউতারো মার্তিনেসের পাসে ডি-বক্সে বল পেয়ে নিচু শটে জালে পাঠান রেয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও সুযোগ পান লাউতারো মার্তিনেস, কিন্তু তার শট সোজা চলে যায় গোলরক্ষকের হাতে। বিরতির পরও আর্জেন্টিনা আক্রমণ অব্যাহত রাখে। দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেস ও নিকো পাস দুইজনই গোলের সুযোগ পান, কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক কনত্রেরাস অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।

৭৪তম মিনিটে ভেনেজুয়েলার কিনতেরো ক্রসবারে বল লাগিয়ে গোলের সুযোগ হারান, যা তাদের ভাগ্যের পরিহাস হয়ে দাঁড়ায়। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেস একাধিক সুযোগ পেলেও গোলরক্ষকের দক্ষতায় আর্জেন্টিনার ব্যবধান আর বাড়েনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে স্কালোনির দল আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তাদের পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় ভোরে), যেখানে তারা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট