1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিয়ে রোধ ও সঞ্চয় সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

“বাল্যবিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক প্রশিক্ষণ।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, এবং উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুব্রত বৈদ্য।

প্রশিক্ষণ চলাকালে কিশোরীদের বাল্যবিয়ের ক্ষতিকর দিক, সঞ্চয়ের উপকারিতা, এবং আত্মনির্ভরশীলতা বিষয়ে অবহিত করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ জীবনের পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে। আয়োজকরা বলেন, সমাজে বাল্যবিয়ে রোধ ও মেয়েদের আত্মনির্ভরতা গড়ে তুলতে এমন কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট