1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসতে চায় কিয়েভ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে উদ্বেগের প্রয়োজন নেই: রিজওয়ানা হাসান ৯ বছর পর পাকিস্তানকে ৭ উইকেটে হারালো টাইগাররা হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি “যদি নেন পর্চা, দিতে হবে খরচা” ইন্দুরকানীতে ভূমি অফিস সহায়কের রমরমা ঘুষ বাণিজ্য ঝিনাইদহে শহীদ স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি খুলনার দিঘলিয়ায় এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাংবাদিক ফয়সাল আহমেদ’র মায়ের ইন্তেকালে ঝিনাইদহে শোকের ছায়া কাহারোলে এক দিনে ৪২ হাজার গাছ রোপণ: জেলা প্রশাসকের পরিবেশবান্ধব উদ্যোগ

“যদি নেন পর্চা, দিতে হবে খরচা” ইন্দুরকানীতে ভূমি অফিস সহায়কের রমরমা ঘুষ বাণিজ্য

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
বালিপাড়া ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, পিয়ন রুস্তম আলীর বিরুদ্ধে তদন্ত দাবি

“যদি নেন পর্চা, দিতে হবে খরচা”—এ যেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অলিখিত নিয়ম! কোনো কাজের জন্য এ অফিসে গেলে বলা হয়—”চুক্তি করুন, অগ্রিম দিন, বাকি কখন দেবেন সেটা ঠিক করুন, নাহলে ফাইলে হাতও দেব না।” স্থানীয়রা অভিযোগ করেছেন, এসব অনৈতিক লেনদেনের কেন্দ্রে রয়েছেন অফিস সহায়ক (পিয়ন) রুস্তম আলী ফরাজী।

ভূমি অফিসে আসা একাধিক সেবা প্রত্যাশী জানিয়েছেন, নির্ধারিত সরকারি ফি’র বাইরে রুস্তম আলীকে ‘খুশি’ করতে না পারলে কোনো কাজই এগোয় না। সরাসরি টাকা হাতবদলের ঘটনাও ঘটেছে, এমনকি তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে তোলপাড় হলেও রুস্তম আলী দাবি করেন, “এটা খাজনা আদায়ের ভিডিও, ঘুষের নয়।” তবে প্রশ্ন উঠেছে—সরকারি খাজনা কেন একজন পিয়ন নিজ হাতে নিচ্ছেন?

বালিপাড়া এলাকার বাসিন্দা চাঁন মিয়া খান জানান, একটি নামজারি করতে গেলে রুস্তম আলী ১১ হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধে তা কমিয়ে ৭ হাজার টাকায় চুক্তি হয়। অথচ নামজারির সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা। তিনি প্রশ্ন তোলেন, “আমাদের কেন এত টাকা ঘুষ দিতে হবে?”

স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বলছেন, রুস্তম আলী দীর্ঘদিন ধরে ভূমি অফিসে প্রভাব খাটিয়ে ঘুষ বাণিজ্য চালিয়ে আসছেন। প্রশাসনের নীরবতাই তাকে আরও বেপরোয়া করে তুলেছে। সাধারণ মানুষ সেবা পেতে জিম্মি হয়ে পড়েছে এই একটি ব্যক্তির হাতে।

রুস্তম আলীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো ঘুষ নিইনি, যেটা নেওয়া হয়েছে সেটা খাজনার টাকা।” তবে খাজনার টাকা কেন একজন পিয়ন নিচ্ছেন—এ প্রশ্নের কোনো সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

বালিপাড়া ইউনিয়নের একাধিক ইউপি সদস্যও জানান, “রুস্তম আলীর বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। তিনি সরাসরি টাকা দাবি করেন, এমনকি কথাবার্তাও রুক্ষ। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণের আস্থা নষ্ট হয়ে যাবে।”

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মদ আলী বলেন, “এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনগণ এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। এলাকার সেবাপ্রত্যাশীরা বলছেন, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে দুর্নীতির বেড়াজাল থেকে মুক্তি সম্ভব নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট