1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশ–ভুটান দুই সমঝোতা স্মারক সই: স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা জোরদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ ও ভুটান স্বাস্থ্য খাত ও ইন্টারনেট সংযোগ উন্নয়নে দুটি সমঝোতা স্মারক সই করেছে। ড. ইউনূস ও শেরিং তোবগের উপস্থিতিতে চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ উন্নয়ন বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এই সমঝোতাগুলোকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য সংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এর মাধ্যমে দুই দেশ স্বাস্থ্যসেবা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন স্বাস্থ্য-উপকরণ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। অন্যদিকে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এই চুক্তির ফলে ডিজিটাল সংযোগ, ইন্টারনেট সেবা এবং তথ্যপ্রযুক্তি সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারক সইয়ের আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে একান্ত বৈঠকে মিলিত হন। পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্য উন্নয়ন, শিক্ষা, পরিবেশ এবং আঞ্চলিক সংযোগ জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের মধ্যে আন্তরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা-উদ্যোগকে আরও সুসংহত করার প্রতিশ্রুতি উঠে আসে।

এর আগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ড্রুকএয়ারের বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ়তা আবারও প্রতিফলিত হয়।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে নতুন এই সমঝোতাগুলো ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট