1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
বাংলাদেশ-চীন পানি সম্পদ সহযোগিতা জোরদার করতে কারিগরি প্রতিনিধিদলের সফর

বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এই লক্ষ্যে চীনের একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল গত ২৭ জুলাই থেকে শুক্রবার (১ আগস্ট) পর্যন্ত বাংলাদেশ সফর সম্পন্ন করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে পানি সম্পদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা।

এই সফরটি মূলত চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। তাঁর সঙ্গে ছিলেন চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সফরে জলাবদ্ধতা, নদী দূষণ, লবণাক্ততা ও নদীভাঙনের মতো প্রধান পানি সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হয়।

এছাড়া বৃহস্পতিবার (৩১ জুলাই) পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ ব্যবস্থাপনায় যৌথ পরিকল্পনা গ্রহণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিতে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার সম্পর্কেও দিকনির্দেশনামূলক মতবিনিময় হয়।

বাংলাদেশ-চীন পানি সম্পদ সহযোগিতা এই সফরের মাধ্যমে একটি বাস্তব ও কার্যকর রূপ পেতে শুরু করেছে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট