1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
বাংলাদেশ-চীন পানি সম্পদ সহযোগিতা জোরদার করতে কারিগরি প্রতিনিধিদলের সফর

বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এই লক্ষ্যে চীনের একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল গত ২৭ জুলাই থেকে শুক্রবার (১ আগস্ট) পর্যন্ত বাংলাদেশ সফর সম্পন্ন করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে পানি সম্পদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা।

এই সফরটি মূলত চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। তাঁর সঙ্গে ছিলেন চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সফরে জলাবদ্ধতা, নদী দূষণ, লবণাক্ততা ও নদীভাঙনের মতো প্রধান পানি সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হয়।

এছাড়া বৃহস্পতিবার (৩১ জুলাই) পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ ব্যবস্থাপনায় যৌথ পরিকল্পনা গ্রহণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিতে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার সম্পর্কেও দিকনির্দেশনামূলক মতবিনিময় হয়।

বাংলাদেশ-চীন পানি সম্পদ সহযোগিতা এই সফরের মাধ্যমে একটি বাস্তব ও কার্যকর রূপ পেতে শুরু করেছে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট