1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা হ্যাটট্রিকের লক্ষ্যে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রথম ম্যাচেই আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে। জাওয়াদ আবরার ও আজিজুল তামিমের ব্যাটে জয়।

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে টানা দুইবার শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মহাদেশীয় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে যুবা টাইগাররা। লক্ষ্যের পথে যাত্রা শুরুটাও হয়েছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে আজিজুল হক তামিমের দল।

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ফয়সাল শিনজাদার ঝকঝকে সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে আফগান যুবারা। ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১০৩ রান করেন ফয়সাল। এছাড়া উজাইরুল্লাহ নিয়াজি ৫৫ বলে ৪৪ এবং আজিজুল্লাহ মিয়াখিল ৩৬ বলে ৩৮ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন ও শাহরিয়ার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

২৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে তারা গড়েন ১৫১ রানের উদ্বোধনী জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রিফাত বেগ ৬৮ বলে ৬২ রান করে আউট হলেও জয়ের ভিত শক্ত করে দিয়ে যান।

রিফাতের বিদায়ের পর সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন জাওয়াদ আবরার। তবে তিন অঙ্ক ছোঁয়ার আগেই ১১২ বলে ৯৬ রান করে ফিরে যান তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা। এরপর কালাম সিদ্দিকিকে সঙ্গে নিয়ে অধিনায়ক আজিজুল হক তামিম রানের চাকা সচল রাখেন। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৬৬ রান।

কালাম সিদ্দিকি ২৯ এবং অধিনায়ক আজিজুল তামিম করেন ৪৭ রান। শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও আর পিছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের পক্ষে খাতির স্টানিকজাই ও রহুল্লাহ আরব দুটি করে উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা হ্যাটট্রিকের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আত্মবিশ্বাসী এই পারফরম্যান্সে টুর্নামেন্টে যুবা টাইগারদের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট