1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
ভারত-বাংলাদেশ

ভারতের সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। কলকাতা-ভিত্তিক প্রতিরক্ষা কোম্পানি গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর কাছ থেকে নৌবাহিনীর জন্য টাগ বোট কেনার কথা ছিল। কিন্তু ২৩ মে ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সরকার এই চুক্তি বাতিল করেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষে এই সিদ্ধান্ত এসেছে এমন সময়, যখন ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধারণা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতেই চুক্তি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত বছরের জুলাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জিআরএসই কোম্পানির সঙ্গে টাগ বোট কেনার চুক্তি করেন। প্রায় ২৫৫ কোটি টাকার এই চুক্তির আওতায় ৮০০ টন ওজনের একটি টাগ বোট নির্মাণের পরিকল্পনা ছিল।

জিআরএসই জানিয়েছে, বাংলাদেশের সরকার তাদের চুক্তি বাতিল করেছে এবং বিষয়টি তারা পুঁজিবাজারকেও জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি মূলত ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য জাহাজ তৈরি করে।

এই টাগ বোট প্রকল্পটি ছিল ২০২৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারতের ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা চুক্তির আওতায় প্রথম বড় প্রকল্প। সেই ঋণের আওতায় আরও কিছু অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে শুরু হয়।

এদিকে, চুক্তি বাতিলের পেছনে আরও একটি রাজনৈতিক প্রেক্ষাপট সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তাদের দাবি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন এবং চীনকে ব্যবসা সম্প্রসারণে আমন্ত্রণ জানান। তার এই বক্তব্যের জবাব হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত পণ্য চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

 

<

p data-start=”2638″ data-end=”2864″>তবে চুক্তি বাতিল নিয়ে বাংলাদেশের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এই পদক্ষেপ ভবিষ্যতে নতুন বাস্তবতা তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট