1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

রোমাঞ্চ জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
কক্সবাজারে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। হাবিবার ৪ উইকেট ও সাদিয়ার ম্যাচজয়ী ইনিংসই বদলে দেয় ম্যাচের চিত্র।

হার দিয়ে সিরিজ শুরু করলেও দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে লাল–সবুজের মেয়েরা। ম্যাচজুড়ে টান–টান উত্তেজনা ও দারুণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর দাপুটে বোলিংয়ে প্রতিপক্ষকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে বাধ্য করে বাংলাদেশ। ওপেনার রাভাইল ফারহান ৩১ বলে করেন মাত্র ১৫ রান। কোমাল খান ৪২ বলে ২৮ এবং জুফিশান আয়াজ ২৭ বলে ১৭ রান করলেও দলের সংগ্রহ বড় করা সম্ভব হয়নি।
বাংলাদেশের অফস্পিনার হাবিবা একাই তুলে নেন ৪ উইকেট। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড় করায় মাত্র ৮০ রান।

৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়। নিয়মিত উইকেট হারিয়ে ৩৬ রানে যখন ৪ উইকেট চলে যায়, তখন ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে চলে যাচ্ছিল। তবে ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা একপ্রান্তে অবিচল থেকে দলকে লড়াইয়ে রাখেন। ৩৮ বলে তার সংগ্রহ ৩২ রান। মিডল অর্ডারে ফারজানা ইসলাম মেধার সঙ্গও দলকে কিছুটা স্বস্তি দেয়।

তবে ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ আবারও সংকটে পড়ে। শেষ দুই ওভারে প্রয়োজন হয় ১১ রান। ঠিক সেই সময় দৃঢ়তার পরিচয় দেন সাদিয়া আক্তার। মাত্র ১০ বলে অপরাজিত ১৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১৯তম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন দলের রোমাঞ্চকর জয়।
পাকিস্তানের পক্ষে মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার নেন ২টি করে উইকেট।

সিরিজে সমতা ফেরানোয় এখন তৃতীয় এবং শেষ ম্যাচেই নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট