1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশ নারী ফুটবল দলের “মেসি” ঋতুপর্ণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
এশিয়ান কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল
ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেলো বাংলাদেশ নারী ফুটবল দলের নাম। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মিয়ানমারের মাটিতে শক্তিশালী স্বাগতিক দলকে হারিয়ে ঋতুপর্ণা চাকমার জোড়া গোল বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য এনে দেয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই অর্জনকে ‘কঠিন পরিশ্রমের ফল’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন— “এই সুযোগ বারবার আসে না। আমাদের মেয়েরা দারুণ কিছু করেছে। এবার আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। সেই প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করবো।”

ঋতুপর্ণা চাকমার পারফরম্যান্সে মুগ্ধ কিরণ তাকে “নারী দলের মেসি” হিসেবে আখ্যা দিয়ে বলেন— “ঋতুপর্ণার বল কন্ট্রোল, গতি, ফিনিশিং—সব কিছুতেই মেসির ছায়া দেখা যায়। যেভাবে সে বল টেনে নিয়ে যায়, তা সত্যিই অনন্য।” তিনি আরও বলেন, “ছেলেদের দলে যেমন হামজা দেওয়ান তারকা, তেমনি মেয়েদের দলে ঋতুপর্ণা আমাদের বড় ভরসা।”

মাহফুজা আক্তার কিরণ আরও জানান, দলের মেয়েরা অত্যন্ত শৃঙ্খল এবং প্রতিশ্রুতিশীল। তিনি বলেন— “ম্যাচের আগে আমি মেয়েদের শপথ পড়াই, কথা বলি। তারা আমার কথা মন দিয়ে শোনে এবং মাঠে তা বাস্তবায়ন করে। এটা তাদের নিবেদন ও শৃঙ্খলার প্রকৃষ্ট উদাহরণ।”

বাংলাদেশ নারী ফুটবল দলের এই অর্জন কেবল ক্রীড়াঙ্গনের জন্য নয়, বরং পুরো জাতির গর্বের বিষয়। বিশ্বকাপের পথে যাত্রা শুরু করল তারা। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলে তারা আরও বহু ইতিহাস গড়বে বলেই প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট