1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রিমান্ডে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশি প্রেমিকের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপির কালীগঞ্জে রাতে দুর্বৃত্তদের কাটা ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ, পথে বসেছেন কৃষক ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত, বরিশালেই অর্ধেকের বেশি রোগী হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ৬৩ জন নিহত, নিখোঁজ অন্তত ৪০ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও নিজেকে দায়ী মনে করছেন তানজিদ তামিম পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মাসুদ সাঈদী হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ নাম লেখালেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশ নারী ফুটবল দলের “মেসি” ঋতুপর্ণা

বাংলাদেশ নারী ফুটবল দলের “মেসি” ঋতুপর্ণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
এশিয়ান কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল
ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেলো বাংলাদেশ নারী ফুটবল দলের নাম। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মিয়ানমারের মাটিতে শক্তিশালী স্বাগতিক দলকে হারিয়ে ঋতুপর্ণা চাকমার জোড়া গোল বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য এনে দেয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই অর্জনকে ‘কঠিন পরিশ্রমের ফল’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন— “এই সুযোগ বারবার আসে না। আমাদের মেয়েরা দারুণ কিছু করেছে। এবার আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। সেই প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করবো।”

ঋতুপর্ণা চাকমার পারফরম্যান্সে মুগ্ধ কিরণ তাকে “নারী দলের মেসি” হিসেবে আখ্যা দিয়ে বলেন— “ঋতুপর্ণার বল কন্ট্রোল, গতি, ফিনিশিং—সব কিছুতেই মেসির ছায়া দেখা যায়। যেভাবে সে বল টেনে নিয়ে যায়, তা সত্যিই অনন্য।” তিনি আরও বলেন, “ছেলেদের দলে যেমন হামজা দেওয়ান তারকা, তেমনি মেয়েদের দলে ঋতুপর্ণা আমাদের বড় ভরসা।”

মাহফুজা আক্তার কিরণ আরও জানান, দলের মেয়েরা অত্যন্ত শৃঙ্খল এবং প্রতিশ্রুতিশীল। তিনি বলেন— “ম্যাচের আগে আমি মেয়েদের শপথ পড়াই, কথা বলি। তারা আমার কথা মন দিয়ে শোনে এবং মাঠে তা বাস্তবায়ন করে। এটা তাদের নিবেদন ও শৃঙ্খলার প্রকৃষ্ট উদাহরণ।”

বাংলাদেশ নারী ফুটবল দলের এই অর্জন কেবল ক্রীড়াঙ্গনের জন্য নয়, বরং পুরো জাতির গর্বের বিষয়। বিশ্বকাপের পথে যাত্রা শুরু করল তারা। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলে তারা আরও বহু ইতিহাস গড়বে বলেই প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট