ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের উত্তেজনা ছড়াল আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে যখন আগামী ২৫ আগস্ট এই চুক্তি সম্পন্ন করতে ভারতের উদ্দেশে রওনা হচ্ছেন মার্কিন প্রতিনিধিদল, ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর বদলে ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ভালো বন্ধু হলেও তারা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। এটা আর চলতে পারে না। যদি নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি না হয়, তবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসানো হবে।”
প্রসঙ্গত, এর আগে ট্রাম্প ১ আগস্টের সময়সীমা নির্ধারণ করেছিলেন বাণিজ্য চুক্তির জন্য। কিন্তু কৃষি, অটোমোবাইল এবং ডিজিটাল পণ্যের ক্ষেত্রে বিরোধ ও জটিলতা তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে এখনও সমঝোতা হয়নি। মার্চ থেকে চলা আলোচনা এখনও অমীমাংসিত রয়ে গেছে।
এদিকে পিটিআই জানায়, বাণিজ্য আলোচনা অব্যাহত রাখতে আগস্টের দ্বিতীয়ার্ধেই আবারও ভারত সফরে আসবে মার্কিন প্রতিনিধিদল। এপ্রিলে ভারতীয় দল ওয়াশিংটন সফরে গেলে চারদিনব্যাপী বৈঠক হলেও কার্যকর সমঝোতা হয়নি।
ভারত আগেই জানিয়েছে, চাপের মুখে তাড়াহুড়ো করে কোনও চুক্তি করবে না। তবে ট্রাম্প নিজের বক্তব্যে দাবি করেছিলেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় সম্পন্ন এবং এই চুক্তিকে হাতিয়ার করেই তিনি নাকি ভারত-পাক সংঘর্ষে মধ্যস্থতা করেছিলেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন।
বর্তমানে যখন সময়সীমা ঘনিয়ে আসছে, তখন ভারতের ভাগ্য নির্ভর করছে আগস্টে অনুষ্ঠিতব্য আলোচনার ফলাফলের ওপর।