1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও সুধীজন। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনেরা অংশ নেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আবেগঘন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার প্রত্যাশায় পরিপূর্ণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রূপালী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন নাহার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুধীজন আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক জামির হোসেন, সদস্য শরিফুল ইসলাম মনিসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা-জীবনের সফলতা কামনা করেন এবং তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দুপুরের প্রীতিভোজ, যেখানে সবাই অংশ নেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট